Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: ‘নজিরবিহীন’ পদক্ষেপ, ঘরে বসেই করোনার টিকা পেলেন খড়্গপুরের ৪০ জন যৌনকর্মী

সোমবার খড়্গপুরের যৌনপল্লির বাসিন্দাদের ‘দুয়ারে’ গিয়ে তাঁদের টিকা দিলেন স্বাস্থ্যকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ৩১ মে ২০২১ ২০:০৪
Share:

খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লির ৪০ জন বাসিন্দাকে টিকা দেওয়া হয়। —নিজস্ব চিত্র।

করোনা সংক্রমণ এড়াতে টিকার দাবি জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের যৌনকর্মীরা। এ বার সে আবেদনে সাড়া দিল রাজ্য সরকার। সোমবার খড়্গপুরের যৌনপল্লির বাসিন্দাদের ‘দুয়ারে’ গিয়ে তাঁদের টিকা দিলেন স্বাস্থ্যকর্মীরা। প্রশাসনের একাংশের মতে, এটি এককথায় নজিরবিহীন।

সোমবার সকাল থেকেই খড়্গপুরের কৌশল্যা যৌনপল্লির বাসিন্দাদের ঘরের দুয়ারে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকেরা। ৪০ জন যৌনকর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এই কর্মসূচিতে হাজির ছিলেন মহকুমাশাসক আজমল হোসেন, খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ জেলার স্বাস্থ্য দফতরের কর্মীরা। মহকুমাশাসক বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ টিকাকরণ কর্মসূচির তালিকায় যৌন পল্লির বাসিন্দাদেরও রাখা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই যৌনকর্মীদের দুয়ারে গিয়ে টিকা দেওয়ার আবেদন করা হয়েছিল। সে আবেদন মেনেই সোমবার যৌনকর্মীদের টিকা দেওয়া হয়। ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের মানুষদেরও টিকা দেওয়া হবে।”

সোমবার টিকার প্রথম ডোজ পেয়ে দৃশ্যতই আপ্লুত যৌনকর্মীরা। তাঁদের কথায়, “মহকুমা প্রশাসন আমাদের মহল্লায় টিকা দেওয়ার ব্যবস্থা করায় অনেকেই উপকৃত হয়েছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement