এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যে ক্রমশ ‘প্রভাব’ হারাচ্ছে করোনা। বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা বুধবারের তুলনায় সামান্য বাড়ল। তবে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় বিপুল পরিমাণে বাড়লেও সংক্রমণের হার ১ শতাংশের সামান্য বেশি। আবার সামান্য উন্নতি হল সুস্থতার হারেও। সব মিলিয়ে বৃহস্পতিবার রাজ্যের করোনা সংক্রমণের ছবিটা স্বাস্থ্যকর্তাদের ফের এক বার স্বস্তি এনে দিল।
রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৯ জন। ফলে এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৯ হাজার ১৭৯। বুধবার অবশ্য নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২৩৪ জন।
রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যাও স্বস্তিদায়ক। বৃহস্পতিবার ৩৬৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। রাজ্যে মোট সুস্থের সংখ্যা এখন ৫ লক্ষ ৫৩ হাজার ২৪৪ জন। বুধবার রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যা ছিল এ দিনের তুলনায় সামান্য বেশি, ৩৮৬ জন। এ দিন অবশ্য সুস্থতার হার ৯৭.২০ শতাংশ। রাজ্যে রোজই সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে। বৃহস্পতিবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭৮১ জনে, যা বুধবারের তুলনায় ৮৭ জন কম।
রাজ্যে করোনা সংক্রমণের হার রোজই কমছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার সংখ্যা বুধবারের তুলনায় বাড়লেও সংক্রমণের হার কমে গিয়েছে। আগের দিন পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ৬০৯টা নমুনা। এ দিন পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১২৯ জনের। কিন্তু সংক্রমণের হার আগের দিনের তুলনায় কমে হয়েছে ১.১৫ শতাংশ।
গত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এক অঙ্কে আটকে রয়েছে। বৃহস্পতিবারও সেই প্রবণতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ এবং হুগলিতে ২ জনের মৃত্যু হয়েছে এ দিন। এখন মোট মৃতের সংখ্যা ১০ হাজার ১৪৮।
সংক্রমণের নিরিখে কলকাতা বৃহস্পতিবারও শীর্ষ স্থানে। তবে সেখানে সংক্রমণের গতি অনেকটা স্তিমিত। এ দিন ৮৭ জন নতুন আক্রান্ত কলকাতায়। উত্তর ২৪ পরগনায় নতুন সংক্রমিত ৮৩। বাকি কোনও জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা ২০ পেরোয়নি বৃহস্পতিবার।