Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: ২৭ এপ্রিলের পর রাজ্যে সবচেয়ে কম সংক্রমণ, তবে মৃত্যু বেড়ে ১৫৭

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৪৬। কলকাতায় ৩৩ জন মারা গিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২০:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৩ লক্ষ ছাড়িয়ে গেল। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৭ এপ্রিলের পর কমে ১৭ হাজার ৫ হয়েছে। আক্রান্তের দৈনিক সংখ্যা কমলেও ফের রাজ্যে দেড়শোর বেশি কোভিড রোগী মারা গিয়েছেন। সেই সঙ্গে, সংক্রমণের মোট হার গিয়ে পৌঁছেছে ১০.৮০ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৪৬। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৩ জন মারা গিয়েছেন। সেই সঙ্গে, জলপাইগুড়িতে ১৪, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া, হাওড়ায় ৮, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমানে ৬ জন করে আক্রান্ত মারা গিয়েছেন। বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ৫ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। হুগলিতে ৪, উত্তর দিনাজপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ২ জন করে রোগী মারা গিয়েছেন। অন্য দিকে, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৪ হাজার ৬৭৪ জনের কোভিডে মৃত্যু হল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। তবে গত কয়েক দিন ধরেই তা ধীরে ধীরে হলেও নিম্নমুখী হচ্ছে। অনেকের মতে, রাজ্য জুড়ে কার্যত লকডাউনের বিধিনিষেধের ফলে নতুন আক্রান্তের সংখ্যা কমছে। ২৭ এপ্রিলের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্য়ে ১৬ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছিলেন। তার পর এই প্রথম দৈনিক আক্রান্ত এতটা কমল। সেই সঙ্গে সংক্রমণের দৈনিক হার কমে দাঁড়িয়েছে ২৭.০৫ শতাংশে। যদিও রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৩ লক্ষ ১ হাজার ৯৭৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Advertisement

স্বাস্থ্য দফতরের পরিংসখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। অন্য দিকে, ২৫ এপ্রিলের পর এই প্রথম কলকাতায় নতুন আক্রান্তে ৩ হাজারের নীচে নেমে ২ হাজার ৯৭৯ হয়েছে। যদিও রাজ্যের অন্যান্য জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা (১,২০২), হাওড়া (১,১৬৪), পূর্ব মেদিনীপুর (৮৯৩), নদিয়া (৮৮৮), জলপাইগুড়ি (৭৭৫), পশ্চিম বর্ধমান (৭১৮), দার্জিলিং (৬৮৯), হুগলি (৬৬১), পশ্চিম মেদিনীপুর (৬৪৩), বাঁকুড়া (৫৪৬) জেলায় দৈনিক আক্রান্ত ৫০০ বা তার বেশি হয়েছে।

সংক্রমণ রুখতে টিকাকরণের অন্যতম উপায় বলে মনে করেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৯ হাজার ৫৯৪ জনকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, কোভিড টেস্ট হয়েছে ৬৬ হাজার ১২৩টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement