Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে নতুন সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু দেড়শোর উপর, শীর্ষে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা জেলা এবং কলকাতা— দু’জায়গাতেই ৪৬ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২০:৪০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফের রাজ্যে মৃতের দৈনিক সংখ্যা বেড়ে দেড়শোর গণ্ডি ছাড়াল। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৬ জন কোভিড রোগী মারা গিয়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা— দু’জায়গাতেই ৪৬ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা খানিকটা কমে হয়েছে ১৮ হাজার ৪২২। দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও এর মোট হার এখনও পর্যন্ত সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে ১০.৬২ শতাংশে।

Advertisement

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৪ হাজার ৩৬৪ জন কোভিড রোগীর মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা এবং কলকাতা ছাড়া মুর্শিদাবাদে ১০, দক্ষিণ ২৪ পরগনায় ৮, বাকুঁড়া এবং হুগলিতে ৭ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, বীরভূম এবং হাওড়াতে ৬ জন করে সংক্রমিত মারা গিয়েছেন। নদিয়ায় ৫, উত্তর দিনাজপুরে ৪, জলপাইগুড়িতে ২, কোচবিহার, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

রাজ্য জুড়ে কার্যত লকডাউনের বিধিনিষেধের ফলে নতুন আক্রান্তের সংখ্যা আগের থেকে নিম্নমুখী হয়েছে বলে অনেকে মনে করছেন। তবে তা সত্ত্বেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নতুন আক্রান্তের সংখ্যাটা নেহাত কম নয়। স্বাস্থ্য দফতর জানিয়েছে, ত ২৪ ঘণ্টায় ওই দু’জায়গায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ৭৭১ ও ৩ হাজার ৫৬ জন। এ ছাড়া, হুগলি (১,৩১২), দক্ষিণ ২৪ পরগনা (১,২৪৮), হাওড়া (১,২৩৯), নদিয়া (১,০৯৫), পূর্ব মেদিনীপুর (৭৮০), বাঁকুড়া (৭৪৯), পশ্চিম বর্ধমান (৬৬৩), পূর্ব বর্ধমান (৬১২), পশ্চিম মেদিনীপুর (৬১৫), জলপাইগুড়ি (৬৬২) জেলায় নতুন সংক্রমিতের সংখ্যা ৫০০ বা তার করে বেশি হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১২ লক্ষ ৬৭ হাজার ৯০ জন কোভিডে আক্রান্ত হলেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Advertisement

সংক্রমণ রুখতে কোভিট টেস্ট এবং টিকাকরণের গুরুত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৮২ হাজার ৫৮৫। এ ছাড়া, কোভিড টেস্ট হয়েছে ৬৯ হাজার ১৪৫টি। যদিও দৈনিক সংক্রমণের হার আগের দিনের থেকে কমে হয়েছে ২৭.২৮ শতাংশ। শনিবারের বুলেটিনে এই হার ছিল ২৮.৩৫ শতাংশে।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় গ্রাফিকে সংক্রমণের মোট ও দৈনিক হার নিয়ে ভুল তথ্য ছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement