Coronavirus

রাজ্যে নতুন করে আক্রান্ত ২৪, মৃতের সংখ্যা আর বাড়েনি

কলকাতা, হাওড়ার মতো উত্তর ২৪ পরগনাতে ১০ টি পুরসভার ২৪টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ২০:৫৭
Share:

—ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন নতুন করে কোভিড আক্রান্ত হলেন এ রাজ্যে। স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রবিবার রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৯৮। শনিবার এই সংখ্যা ছিল ১৭৮। এঁদের মধ্যে চারজন রবিবার রোগমুক্ত বলে চিহ্নিত হয়েছেন।

Advertisement

তবে মৃতের সংখ্যা ১২ থেকে আর বাড়েনি বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের এই বুলেটিনে। এ দিন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, ৫ হাজার ৪৫ টি।

এ দিকে, কলকাতা, হাওড়ার মতো উত্তর ২৪ পরগনাতে ১০ টি পুরসভার ২৪টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, এই ওয়ার্ডগুলিতে ‘কমপ্লিট বা টোটাল লকডাউন’ কার্যকর করা হবে।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলায় সাতটি এলাকায় ইতিমধ্যেই ৩৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। তার মধ্যে রোগমুক্ত হয়েছেন ৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯ জন।

আরও পড়ুন: উপসর্গহীন আক্রান্ত খুঁজতে এ বার রাজ্যের হাতিয়ার পুল টেস্ট

শুক্রবার হাওড়া এবং কলকাতার মতো উত্তর ২৪ পরগনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার পরই এই এলাকাগুলো চিহ্নিত করে কড়া হাতে লকডাউন কার্যকর করতে শুরু করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: মেডিক্যালে ফের করোনার হানা, এ বার আক্রান্ত ৩ ডাক্তার, ২ রোগী


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement