Coronavirus in West Bengal

প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি মন্ত্রী স্বপন দেবনাথ

সোমবার চিকিৎসকদের পরামর্শ অনুসারে কোভিড পরীক্ষা করান স্বপন দেবনাথ। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ২১:৫৯
Share:

স্বপন দেবনাথ। —ফাইল চিত্র।

প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

প্রথমে চিকিৎসকরা তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে থাকতে বলেছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বপনবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। সোমবার চিকিৎসকদের পরামর্শ অনুসারে তিনি কোভিড পরীক্ষা করান। স্বপনবাবু বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কোভিড হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের জন্য প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: করোনা যুদ্ধে টাকা চাই, মোদীর কাছে ফের বকেয়া মেটানোর দাবি মমতার

আরও পড়ুন: বাড়াতেই হবে টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং, মমতাদের বললেন মোদী​

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement