পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।
রাজ্য সরকারের থেকে আর্থিক সাহায্যের দাবিতে বহু বার আন্দোলন করেও দাবি আদায় হয়নি। লকডাউনে রোজগার কার্যত বন্ধ। এই অবস্থাতেও করোনা মোকাবিলায় রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন পশ্চিমবঙ্গ আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের তরফে আসাদুজ্জামান বলেন, ‘‘আমাদের মাদ্রাসাগুলি সরকার অনুমোদিত হলেও তাদের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত। ওই সাহায্য না পেলে আমাদের সমস্যা কোনও দিনই মিটবে না। কিন্তু এখন করোনার কারণে বিশেষ পরিস্থিতি। তাই আমরা আমাদের সাধ্যমতো সরকারের পাশে দাঁড়ালাম।’’