Coronavirus in West Bengal

মাদ্রাসা শিক্ষকদের দান করোনা-তহবিলে

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন পশ্চিমবঙ্গ আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০২:৪৬
Share:

পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।

রাজ্য সরকারের থেকে আর্থিক সাহায্যের দাবিতে বহু বার আন্দোলন করেও দাবি আদায় হয়নি। লকডাউনে রোজগার কার্যত বন্ধ। এই অবস্থাতেও করোনা মোকাবিলায় রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন পশ্চিমবঙ্গ আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের তরফে আসাদুজ্জামান বলেন, ‘‘আমাদের মাদ্রাসাগুলি সরকার অনুমোদিত হলেও তাদের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত। ওই সাহায্য না পেলে আমাদের সমস্যা কোনও দিনই মিটবে না। কিন্তু এখন করোনার কারণে বিশেষ পরিস্থিতি। তাই আমরা আমাদের সাধ্যমতো সরকারের পাশে দাঁড়ালাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement