লালগোলা-শিয়ালদহ শাখায় লালগোলা প্যাসেঞ্জারে দৈনিক কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। ছবি: সংগৃহীত।
রাজ্যে করোনা সংক্রমণ রুখতে মেট্রো এবং লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে আনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এ বার বাতিল করা হবে লালগোলা-শিয়ালদহ শাখার লালগোলা প্যাসেঞ্জার ট্রেনও। মঙ্গলবার রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৭ মে থেকে ওই ট্রেন বাতিল করা হবে।
রাজ্য জুড়ে কার্যত আংশিক লকডাউনের পর একাধিক বিধিনিষেধ আরোপ করা হলেও বাস, মিনিবাস, অটো, লোকাল ট্রেন চলাচল করছে। তবে রেল সূত্রে খবর, দৈনিক সংক্রমণে রাশ টানতে বহু লোকাল ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। এর মধ্যে রয়েছে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনও।
প্রসঙ্গত, লালগোলা-শিয়ালদহ শাখায় লালগোলা প্যাসেঞ্জারে দৈনিক কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। তবে রাজ্যের অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কোভিড রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে মৃত্যুর হারও অব্যাহত। সে কারণে এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানা গিয়েছে।