এ বার থেকে বাড়িতে বসেই কোভিড পরীক্ষা করাতে পারবেন কলকাতার বাসিন্দারা। তা-ও আবার বিনামূল্যে। সৌজন্যে, কলকাতা পুরসভা। তবে বাড়িতে বসে কোভিড পরীক্ষার সুযোগ নিতে হলে পুরসভার হেল্পলাইন নম্বরে ফোন করে নাম-ঠিকানা নথিভুক্ত করতে হবে ইচ্ছুকদের।
পুরসভা সূত্রে খবর, নাম নথিভুক্ত হওয়ার পর পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করবেন। সেই কোভিড রিপোর্ট পজিটিভ এলে এবং উপসর্গ মৃদু হলে সেফ হোমে নিয়ে যাওয়া বা নিভৃতবাসের ব্যবস্থাও করবে পুরসভা। কোনও রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ারও বন্দোবস্ত করবেন পুরসভার কর্মীরা। ফলে করোনার সংক্রমণ হয়েছে কি না, তা জানতে এ বার থেকে হাসপাতালে না ছুটলেও চলবে।
• বাড়িতে বিনামূল্যে কোভিড পরীক্ষার জন্য পুরসভার হেল্পলাইন নম্বর: ৯৮৩১০৩৬৫৭২