Coronavirus in West Bengal

কোভিডে স্বামীর মৃত্যু, খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যে মারা গেলেন স্ত্রী-ও

সোমবার কাজলদেবীর দেহের ময়নাতদন্তের পর তাঁর নিকট আত্মীয়দের হাতে তা তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০০:১৭
Share:

মৃত দম্পতি। নিজস্ব চিত্র।

কোভিড আক্রান্ত স্বামীর মৃত্যুর খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী। রবিবার পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত উত্তর শ্রীরামপুর গ্রামে একই দিনে এক দম্পতির মৃত্যুতে হতবাক এলাকার বাসিন্দারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নান্দাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই মৃতেরা হলেন অমল রায় (৭২) ও তাঁর স্ত্রী কাজল রায় (৬৫)। মৃত দম্পতির ছেলে বিধান রায় বলেন, “বেশ কিছুদিন ধরে বাবা-মা অসুস্থ ছিলেন। রবিবার দু’জনকে কালনা হাসপাতালে কোভিড পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিলাম। দুপুরে বাবার রিপোর্ট পজিটিভ এলেও মায়ের টেস্ট নেগেটিভ আসে।” পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরেই কালনা হাসপাতালের কোভিড বিভাগে বৃদ্ধকে ভর্তি করানো হয়ে। তবে মা-কে নিয়ে বাড়ি ফিরে আসেন বিধান। ওই দিন সন্ধ্যাতেই মারা যান বৃদ্ধ। সে খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কাজলদেবী। রাতে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা বলে করেন।

দম্পতির পরিবার জানিয়েছে, কোভিড প্রোটোকল মেনে রাতে বৃদ্ধের দেহ সৎকার করা হয়েছে। সোমবার কাজলদেবীর দেহের ময়নাতদন্তের পর তাঁর নিকট আত্মীয়দের হাতে তা তুলে দেওয়া হয়। বিধান জানিয়েছেন, সোমবার স্থানীয় শ্মশানে তাঁর মায়ের দেহ সৎকার করা হয়েছে।

Advertisement

কালনা হাসপাতালের সুপার অরূপরতন কর্ণ বলেন, “অমল রায়ের দেহে অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছিল। ওই বৃদ্ধের অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement