Coronavirus in West Bengal

৪ দিন ধরে এক শতাংশের উপরেই সংক্রমণের হার, দৈনিক আক্রান্ত ২৪৪

গত বেশ কয়েক দিন ধরে দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষে। বৃহস্পতিবার কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ২৩:১৬
Share:

এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ প্রায় ২৩ হাজার। মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল-সহ ৭ থেকে ৮টি রাজ্যে সংক্রমণ বাড়ছে। এই আবহে টানা দু’দিন ধরে দৈনিক সংক্রমিতের সংখ্যা দুশোর উপরে পশ্চিমবঙ্গেও। একই সঙ্গে বৃহস্পতিবারও সংক্রমণের হার ১ শতাংশের উপরেই থমকে রয়েছে, এই নিয়ে টানা চার দিন।বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৪৪ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার ৫১১। গত বেশ কয়েক দিন ধরে দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষে। বৃহস্পতিবার কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ৫৩। এ ছাড়া হাওড়া (২২) এবং দক্ষিণ ২৪ পরগনা (১২), পশ্চিম বর্ধমান (১১), বাঁকুড়া (১০)-য় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে সংক্রমিতের কোনও হদিশ মেলেনি গত ২৪ ঘণ্টায়।

Advertisement

বৃহস্পতিবার রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৮১০ জনের। যা বুধবারের তুলনায় আরও কিছুটা বেশি। তবে সংক্রমণের হারে বড়সড় প্রভাব পড়েনি। ২৪৪ জনের শরীরে করোনাভাইরাসের হদিশ মিলেছে। তার জেরে সংক্রমণের হার হয়েছে ১.২৩ শতাংশ। প্রতিদিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত রিপোর্ট পজিটিভ আসে তার শতকরা হারকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।

গত বেশ কয়েক দিন ধরেই দৈনিক মৃতের সংখ্যা ১ অথবা ২-এর মধ্যে ঘোরাফোরা করছিল। বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ২ জন উত্তর ২৪ পরগনার এবং ১ জন হাওড়ার বাসিন্দা। রাজ্যে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ২৮৬ জন।

Advertisement

বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থের সংখ্যা হল ৫ লক্ষ ৬৪ হাজার ১১৫ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী হয়েছেন ৩ হাজার ১১০ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement