ছবি এএফপি।
রাজ্যের করোনা আক্রান্তের মানচিত্রে কলকাতার পরেই রয়েছে হাওড়া। এক দিনে আক্রান্তের নিরিখে সোমবার সেই জেলাই শীর্ষ স্থান দখল করল। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ২৭১ জন আক্রান্তের মধ্যে শুধু হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৭৮। নতুন করে আক্রান্তের মাপকাঠিতে এটাই এ পর্যন্ত হাওড়ায় সর্বোচ্চ পরিসংখ্যান।
গত কয়েক দিন ধরে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হলেও এ দিন তা কমে হয়েছে ৫৪। আক্রান্তের নিরিখে উল্লেখযোগ্য জেলাগুলি হল, বীরভূম (৩০), উত্তর ২৪ পরগনা (১৮), কোচবিহার (১৯) এবং দক্ষিণ দিনাজপুর (১০)। এ দিনের পরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭২। এ দিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আট জনের মৃত্যু হওয়ায় এ দিন সরাসরি করোনায় মৃতের সংখ্যা আড়াইশোর গণ্ডি ছাড়িয়েছে। কো-মর্বিডিটির ৭২ জনকে ধরে রাজ্যে করোনা পজ়িটিভ মোট মৃতের সংখ্যা হল ৩২৫।
নতুন করে আক্রান্তদের তালিকায় দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের নাম রয়েছে। সম্প্রতি পরিচারিকার সংস্পর্শে এসে মন্ত্রী এবং তাঁর স্ত্রীর দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। মন্ত্রীর বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথমে নেগেটিভ এসেছিল বলে খবর। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কয়েক দিনের ব্যবধানে পুনরায় পরীক্ষা করানো হলে নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এরই মধ্যে কলকাতা পুরসভার এক মহিলা চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম কোনও পুর চিকিৎসক আক্রান্ত হলেন। এ দিন বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে পুলিশ ট্রেনিং স্কুলের ১৬ জন-সহ মোট ২৮ জনকে ছুটি দেওয়া হয়েছে। আইডি হাসপাতাল সূত্রের খবর, দ্রুত সেখানে ‘পোস্ট করোনা ক্লিনিক’ নামে একটি পরিষেবা চালু হতে চলেছে। আইডি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে করোনা আক্রান্ত রোগীদের সেখানে ফলো-আপ চিকিৎসা হবে। প্লাজ়মা থেরাপির জন্য কারা উপযুক্ত, তা-ও এই ক্লিনিকের মাধ্যমে বাছা হবে।