করোনায় মৃত ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে। ফাইল ছবি।
করোনা সংক্রমণে মৃত্যু হল বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ২০১১ সালে কংগ্রেস ও তৃণমূলের জোট প্রার্থী হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার জয়ী হয়েছিলেন গুরুপদবাবু। ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি।
বাঁকুড়া জেলায় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন গুরুপদবাবু। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার এই বিধায়কের মৃত্যুতে টুইট করেছেন তিনি। শোকবার্তায় মমতা জানিয়েছেন, ‘বাঁকুড়া জেলার কো-অর্ডিনেটর এবং দুই বারের নির্বাচিত বিধায়ক গুরুপদ মেটে। তাঁর অতুলনীয় সেবার কথা বাংলার নাগরিকরা মনে রাখবেন। তাঁর নিকটাত্মীয় ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।’
বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘‘সকলের কাছের মানুষ ছিলেন গুরুপদবাবু। এলাকায় সকলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।’’
আরও পড়ুন: সুস্থতার হার বাড়লেও রাজ্যে করোনায় মৃত্যু ছাড়াল ৫ হাজারের গণ্ডি
এর আগে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস, ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষও করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)