হিরণ্ময় ভট্টাচার্য
আজীবন পাঁচ টাকায় রোগী দেখেছেন। করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ার পরে নিজের কাছের মানুষদের ফোন করে চেম্বারে ডেকে পরীক্ষা করতেন। বার বার সাবধানও করতেন। শেষ পর্যন্ত করোনা-আক্রান্ত হয়েই প্রাণ গেল নৈহাটির জনপ্রিয় চিকিৎসক হিরণ্ময় ভট্টাচার্যের (৫৬)। ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছিল তাঁর। সোমবার রাতে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে পরপর দু’বার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
নৈহাটির তালপুকুর এলাকার বাসিন্দা হিরণ্ময়বাবু রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে সরকারি হাসপাতালে চাকরির পাশাপাশি বাড়িতে রোগী দেখা শুরু করেন তিনি। ভালবেসে এলাকার অনেকেই তাঁকে ‘নৈহাটির বিধান রায়’ বলতেন।
গত ৯ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। ১২ তারিখ প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। তার পরেই হৃদ্রোগ। মা, স্ত্রী ছাড়াও বছর সাতেকের এক মেয়ে রয়েছে তাঁর।