Coronavirus in West Bengal

রাজ্যে সুস্থতার হার বাড়লেও ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত ১৪৩

আশার কথা এ রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার কিছুটা বেড়েছে। বর্তমানে তা হয়েছে ৫৩.১১ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ২০:৪১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল বুধবার। স্বাস্থ্য দফতরের এ দিনের বুলেটিন অনুয়ায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৫০৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯১ জন।

Advertisement

ওই বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজার ৩০০। এর মধ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫ হাজার ২৬১ জন। বুলেটিনে জেলাওয়াড়ি যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১৪৩ জন। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৮৯ জন। হাওড়ায় আরও ৭২ জন আক্রান্ত হয়েছেন। সেখানে মোট সংক্রমিত এক হাজার ৮৭০ জন। হুগলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৩১।

Advertisement

তবে আশার কথা এ রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার কিছুটা বেড়েছে। বর্তমানে তা হয়েছে ৫৩.১১ শতাংশ। মোট ৬ হাজার ৫৩৩ জন করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: কথাবার্তা চলছে, আমরা আর কোনও সংঘর্ষ চাই না, বলল বেজিং​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement