Coronavirus in West Bengal

রাজ্যে ফের বাড়ল দৈনিক সুস্থতার হার, উদ্বেগ কলকাতার পরিসংখ্যান ঘিরে

দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের মধ্যে শনিবার এই জেলাতেই সবচেয়ে বেশি ১১ জন রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ২২:৪০
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

কোভিড টেস্ট কম হলেও রাজ্যে ফের আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বাড়ল। বেড়েছে এক দিনে মৃতের সংখ্যাও। তবে সুস্থতার হার ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি, দৈনিক সংক্রমণের হার বা ‘পজিটিভিটি রেট’ আগের থেকে কমেছে। কলকাতায় আগের দিনের থেকে সংক্রমিতের সংখ্যা কমলেও তা ফের ছাড়িয়েছে ৫০০-র গণ্ডি।

Advertisement

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭১৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ৭ হাজার ৭০ জন সংক্রমিত পুরোপুরি সেরে উঠলেন।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় কোভিড থেকে সেরে ওঠার সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। ওই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৫ জন।

Advertisement

আরও পড়ুন: ডিসেম্বরের শেষে ব্রিটেনে ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের টিকা

আরও পড়ুন: বড়দিনে সংক্রমণ এড়াতে ফের লকডাউনের পথে ইটালি

সংক্রমণের থেকে সেরে ওঠার সংখ্যা বাড়ায় তার প্রভাব পড়েছে দৈনিক সুস্থতার হারেও। শনিবার তা দাঁড়িয়েছে ৯৪.৮১ শতাংশে। শুক্রবার এই হার ছিল ৯৪.৬৮ শতাংশ।

দৈনিক সুস্থতার হারে তুলনামূলক ভাবে উন্নতি হলেও রাজ্যে এখনও মোট ৫ লক্ষ ৩৪ হাজার ৮৫০ জনের মধ্যে সংক্রমণ ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও এর মধ্য়ে অধিকাংশ সুস্থ হয়ে ওঠায় এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৬০।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যার মতোই আগের দিনের থেকে কমেছে সংক্রমণের হার বা ‘পজিটিভিটি রেট’। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২৫৭টি কোভিড টেস্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তার ভিত্তিতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫.১০ শতাংশে। শুক্রবার তা ছিল ৫.২৯ শতাংশ।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

গোটা রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমলেও কলকাতার প্রায় প্রতি দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০০ উপরে থাকছে। শনিবারও এ শহরে আক্রান্ত হয়েছেন ৫৩৯ জন। সব মিলিয়ে কলকাতায় মোট ১ লক্ষ ১৯ হাজার ৩৫৩ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। তবে তার মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৪৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

বুলেটিন অনুযায়ী, শনিবার গোটা রাজ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কলকাতায় ৯ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তবে দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। গোটা রাজ্যের মধ্যে শনিবার এই জেলাতেই সবচেয়ে বেশি ১১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, হাওড়ায় ৭, নদিয়ায় ৪ এবং পশ্চিম মেদিনীপুরে ৩ জন মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ২ জন করে রোগী-মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ভাইরাসে ৯ হাজার ৩২০ জনের মৃত্যু হল।

মৃত্যুর পাশাপাশি শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলা জুড়েই নতুন করে সংক্রমিত হয়েছেন অনেকে। তবে তার মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা (৪৮৫), হাওড়া (১২১), হুগলি (১৩৬) এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা পরিস্থিতি। শনিবার এ সব জেলাতেই একশো বা তার বেশি সংখ্যক সংক্রমিত হয়েছেন।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement