গ্রাফিক: সনৎ সিংহ।
বৃহস্পতিবার ধরে রাজ্যে টানা তিন দিন বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়ে ছাড়াল সাড়ে চারশো। সামান্য বাড়ল কলকাতায়। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশিই বাড়ল সংক্রমণের হার। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৪৬৭ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বুধবারের তুলনায় সামান্য কমে হল ৭৫। সংক্রমণ বেড়েছে কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতে। বাঁকুড়াতেও বাড়ল প্রায় পাঁচ গুণ। বেড়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে দু’জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ৩৬৭ জন। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হল ১.২৭ শতাংশ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আট হাজার ৭৭৬।