গ্রাফিক: সনৎ সিংহ।
গত সপ্তাহে রাজ্যে দৈনিক আক্রান্ত দুশোর ঘরে নামলেও রবিবার থেকে আবার তা বাড়তে শুরু করেছে। সোমবার তা সাড়ে পাঁচশো ছাড়িয়ে গেল। চিকিৎসক মহল বার বার বলছে, রাজ্যে দৈনিক আক্রান্ত কমলেও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। ওঠা-নামার মধ্যে দিয়েই যে সংক্রমণে বৃদ্ধি ঘটতে পারে, তার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। রবিবারের পর সোমবারের পরিসংখ্যানেও তা-ই স্পষ্ট হল। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্যে বাড়ল এক লাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণের হার। রবিবার তা পাঁচ শতাংশের ঘরে। সোমবার তা বেড়ে প্রায় সাড়ে ন’শতাংশ হল। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে কোনও রোগীরই মৃত্যু হয়নি।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতার অধিবাসী। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কোভিড পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ৯.৫৫ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ৪ হাজার ৮০।