গ্রাফিক: সনৎ সিংহ
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় আবার বৃদ্ধি দেখা গেল। বেড়ে পৌঁছে গেল সাড়ে চারশোর কাছে। মঙ্গলবারের তুলনায় কলকাতায় নতুন সংক্রমণ সামান্য কমলেও অনেকটা বেড়ে একশোর কাছে পৌঁছে গেল উত্তর ২৪ পরগনায়। রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণের হার। তবে মৃত্যু কমে নামল ২০-র নীচে।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৯ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। আর উত্তর ২৪ পরগনায় ৯৫ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে মহানগরী। দক্ষিণবঙ্গের মধ্যে দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছে নদিয়া, বীরভূমেও। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধি দেখা গেল বুধবার।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভি়ডে মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং বীরভূমে ৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৩৬০ জন। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হল ১.১৮ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২১৭ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ হাজার ৬৯১।