corona

COVID: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণের হার, বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ০০:২৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার কমল। তবে রয়েছে পঞ্চাশের উপরেই। বেড়েছে রাজ্যে দৈনিক সংক্রমণের হারও। অন্য দিকে, রবিবার রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

Advertisement

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৩১৩ জন।

এই নিয়ে টানা আট দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০১ জন। শনিবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৬৫০ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৫০ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯৭।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement