গ্রাফিক: সনৎ সিংহ।
রাজ্যে আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সব জেলাতেই নতুন সংক্রমণ কমেছে শনিবার। তবে রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়ে সাড়ে তিন শতাংশ ছাড়াল। অন্য দিকে, দৈনিক মৃত্যু ৩৫-এর নীচে নামল।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৪৫ জন। কলকাতায় আক্রান্ত ১৫৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২২৩। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলা ভিত্তিক তালিকায় বিগত কয়েক দিন ধরেই শীর্ষে উত্তর ২৪ পরগনায়। পরে মহানগরী। এর পরেই রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিং। ওই দুই জেলাতে দৈনিক আক্রান্ত একশোর দোরগোড়ায়। তালিকায় তার পরে রয়েছে নদিয়া ও কোচবিহার।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩১ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ৮, দার্জিলিঙে ৫ এবং উত্তর ২৪ পরগনায় ৪ জন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২ হাজার ২৫১ জন। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হল ৩.৬৬ শতাংশ। রাজ্যের মধ্যে সংক্রমণের হার সব চেয়ে বেশি দার্জিলিঙে (৮.৮৯ শতাংশ)। কাছাকাছিই রয়েছে জলপাইগুড়ি (৮.৪৮ শতাংশ)। সব চেয়ে কম দক্ষিণ ২৪ পরগনায়। এক শতাংশের নীচে।
শনিবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৭২ জনের। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম। শুক্রবার পরীক্ষা হয়েছিল প্রায় ৫০ হাজারের কছাকাছি। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ১৯ হাজার ২৭৬ জন।