Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত হাজারের উপরেই, সংক্রমণের হার ছাড়াল ১৫ শতাংশ

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ২৩:১৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

রবিবার রাজ্যে দৈনিক আক্রান্ত আঠারোশোর গণ্ডি টপকেছিল। সোমবার তা কমে আবার হাজারের কাছাকাছি চলে এল। কিন্তু এতে বিশেষ উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। প্রথম থেকেই তাঁদের দাবি, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামার মধ্যে দিয়েই সংক্রমণ বাড়তে থাকবে রাজ্যে। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক ওঠা-নামা সে দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী রাজ্যে। বাড়তে বাড়তে তা ১৫ শতাংশ ছাড়াল। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক এই স্ফীতি দেখে আশঙ্কিত চিকিৎসক মহল। তাদের তরফে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অবশ্য কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩২ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতার অধিবাসী। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ওই তিন জেলার কোভিড পরিস্থিতিও প্রশাসনের নজরে রয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪৭৮ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১৫.১৪ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ১১ হাজার ১৩৯।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement