গ্রাফিক: শৌভিক দেবনাথ।
তিন দিন পর আবার কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। কমল সংক্রমণের হারও। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে আক্রান্তের সংখ্যা। তবে অনেকটা বাড়ল উত্তরবঙ্গের জেলাগুলিতে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দৈনিক মৃত্যু কমে নামল এক অঙ্কে। অন্য দিকে, রাজ্যে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮০ জন। কলকাতায় নতুন সংক্রমণ কমে দু’শোর নীচে নামল আবার। মহানগরীতে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত একশোর নীচে নেমে এল। আক্রান্ত হয়েছেন ৯৮ জন। কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতে নতুন আক্রান্ত কমে হল যথাক্রমে ৩৪ ও ২৯। তবে বাড়ল দক্ষিণ ২৪ পরগনায়। বেড়ে হল ৪৯। নদিয়া ও বীরভূমেও অনেকটা কমল নতুন আক্রান্ত। অন্য দিকে, উত্তরবঙ্গের কোচবিহার (১৫), জলপাইগুড়ি (১৮), উত্তর দিনাজপুর (১২) ও মালদহে (৬) বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে সাত জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় চার জন আর কলকাতায় এক জন মারা গিয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৬৫২ জন। রাজ্যে সংক্রমণের হার কমে আবার দেড় শতাংশের নীচে নামল। হল ১.৪৪ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৭১ জনের। শুক্রবার সংক্রমণমুক্ত হয়েছেন ৫৬৬ জন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল সাত হাজার ৫১৩।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন দু’লক্ষ ৯৫ হাজার ৮৮৪ জন। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ন’কোটি ৮৮ লক্ষ ৮৯ হাজার ৫৪১।