Corona

একটু একটু করে বেড়ে চলেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও

রবিবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৩ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ২৩:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফের স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক করোনা-পরিসংখ্যান। নতুন করে আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। এই নিয়ে পর পর ৫ দিন। । রবিবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৪। পাশাপাশি একধাক্কায় অনেকটাই কমেছে টিকাকরণ। যদিও দৈনিক কোভিড টেস্টের সংখ্যা আগের দিনের থেকে বেড়েছে।

Advertisement

সব মিলিয়ে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭। তবে তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬৪ হাজার ৯১২ জন। এই মুহূর্তে রাজ্যে ৩ হাজার ১৪৩ জন সক্রিয় রোগীর রয়েছেন।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৫ ফেব্রুয়ারির পর এই প্রথম রাজ্যে ৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, কলকাতা এবং হাওড়ায় ১ জন করে মারা গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ২৯২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Advertisement

গত ২৪ ঘণ্টায় টিকাকরণের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। শনিবারের বুলেটিন জানিয়েছিল, রাজ্য জুড়ে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। তবে রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ২৪ লক্ষ ২১ হাজার ৪২৪ জনের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত সব থেকে বেশি বেড়েছে। কলকাতায় নতুন করে ৯৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯০ জন।

কলকাতায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২৩ হাজার ৯৮৭ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনিবারের থেকে বেশি কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার ১৭ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৮। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। রবিবার এই হার দাঁড়িয়েছে ১.৩৪ শতাংশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement