COVID-19

Coronavirus in West Bengal: রাজ্যে নতুন আক্রান্ত কমে ৬০১, কলকাতায় সংক্রমিত ফের শতাধিক, ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ রোগীর

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় ১৩৫ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২০।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ২২:৩১
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই কমল। কয়েক দিন ধরে ৭০০-র বেশি দৈনিক আক্রান্ত ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা নিম্নমুখী হয়েছে। যদিও কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় ফের শতাধিক বাসিন্দা সংক্রমিত হয়েছেন। সংক্রমণ কমলেও কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা বেড়েছে। দৈনিক টিকাকরণও আগের থেকে অনেক কমেছে।

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতায় ১৩৫ জন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২০। হাওড়া এবং হুগলিতে ৪৭ জন করে বাসিন্দার সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছ়ড়িয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭১ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬০৪।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১২ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫, কলকাতায় ৩, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে আক্রান্ত রয়েছেন। এখনও পর্যন্ত ১৮ হাজার ৮৩৭ জন রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

রাজ্য জুড়ে দৈনিক টিকাকরণ আগের দিনের থেকে অনেকটাই কম হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ২৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

Advertisement

দৈনিক কোভিড পরীক্ষাও একধাক্কায় অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫১০টি কোভিড পরীক্ষা হয়েছে। তবে সংক্রমণের দৈনিক হার বেড়ে হয়েছে ২.৬৪ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement