গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বুধবারও এক হাজারের নীচে। গত পয়লা জানুয়ারির পর থেকে এই প্রবণতা শুরু হয়েছে। এ দিন তা পঞ্চম দিনে পড়ল। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ জিইয়ে রাখল কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। তা ছাড়া এ দিন রাজ্যের কোনও জেলাতেই দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫০-এর গণ্ডি স্পর্শ করেনি। মঙ্গলবারের থেকে এ দিন নমুনা পরীক্ষার সংখ্যা আগের থেকে অনেকটা বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও সংক্রমণের হার আড়াই শতাংশের কিছু বেশি। রাজ্যে দিন দিন করোনার কামড় ক্রমশ শিথিল হতে দেখে স্বস্তিতে রাজ্যের স্বাস্থ্যকর্তারা।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৬৮ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৫৭ হাজার ২৫২। তবে মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১২। এ দিন অবশ্য তা কিছুটা বেড়েছে।
রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যা বুধবারও দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটা বেশি। এ দিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ২৭১ জন। রাজ্যে সব মিলিয়ে ৫ লক্ষ ৩৮ হাজার ৫২১ জন করোনা থেকে সেরে উঠেছেন। এ দিন কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪৬ জন। উত্তর ২৪ পরগনায় এ দিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮০ জন।
আরও পড়ুন: হাওড়ার দায়িত্বে ফিরহাদ, প্রথম ডায়াল করলেন রাজীবের নম্বর
আরও পড়ুন: নাবালিকার হাতে সেফটিপিন ফুটিয়ে নাম লিখল লিলুয়ার সরকারি হোমের ‘দিদি’রা!
বুধবার রাজ্যে সুস্থতার হার পৌঁছেছে ৯৬.৬৪ শতাংশে। গত কয়েক দিন ধরে তা একটু একটু করে বাড়ছে। ফলে কমছে হাসপাতালে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৮৬৮ জন।
মঙ্গলবার কোভিড পরীক্ষা হয়েছিল ৩০ হাজারেরও বেশি। বুধবার নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ১১৬ জনের। এর মধ্যে ৮৬৮ জনের করোনা পজিটিভ। শতাংশের বিচারে তা হল ২.৫৪ শতাংশ যা মঙ্গলবারের থেকেও কম। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।
বুধবার রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন। এ দিন সর্বোচ্চ কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ৬ জন করে মারা গিয়েছেন। নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ ছাড়া ২ জন করে মারা গিয়েছেন পূর্ব বর্ধমান এবং হাওড়ায়। এ দিনের মৃতের সংখ্যা ধরে রাজ্যে করোনায় মৃত্যু হল মোট ৯ হাজার ৮৬৩ জনের।
রাজ্যের প্রায় সব জেলাতেই করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। বুধবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে কোনও জেলাতেই দৈনিক আক্রান্ত ৫০-এর গণ্ডি পেরোয়নি। তবে ওই দুই জেলায় করোনা নিয়ে আশঙ্কা থাকছেই। এ দিন দৈনিক আক্রান্ত বেশি কলকাতায়, ২৬৫ জন। উত্তর ২৪ পরগনায় এ দিন করোনা ধরা পড়েছে ২৪৩ জনের। তবে দৈনিক সুস্থের সংখ্যাও সর্বাধিক ওই দুই জেলায়। কলকাতায় ৩৪৬ এবং উত্তর ২৪ পরগনায় ২৮০।