Coronavirus in West Bengal

রাজ্যে দৈনিক সুস্থতার হার এ যাবৎ সর্বোচ্চ, মৃত্যু ৭ জনের, কলকাতায় মৃত ২

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে বুধবার রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৫৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৯
Share:

দৈনিক করোনার সংক্রমণের নিরিখে বুধবার রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

করোনাকালে শতাংশের নিরিখে এ রাজ্যে দৈনিক সুস্থতার হার পৌঁছল সর্বোচ্চ স্তরে। তবে দৈনিক কোভিড টেস্ট কম হলেও আক্রান্তের সংখ্যা ফের ২০০-র গণ্ডি পার করল। যদিও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় ছাপিয়ে গিয়েছে সুস্থ রোগীর সংখ্যা। ওই সময়ের মধ্যে রাজ্যে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হারও সামান্য বেড়েছে। আগের দিনের থেকে কমেছে মৃতের সংখ্যাও। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিতের পরিসংখ্যানে উন্নতি হলেও উত্তর ২৪ পরগনার বেড়েছে আক্রান্তের সংখ্যা।

Advertisement

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০৩ জন কোভিড রোগী।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ৭০ হাজার ৫৮১ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তবে তাঁদের মধ্যে সেরে উঠেছেন ৫ লক্ষ ৫৫ হাজার ১৯০ জন। ফলে এই মুহূর্তে রাজ্যে সংক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ১৯৬।

Advertisement

পরিসংখ্যানের নিরিখে দৈনিক সুস্থতার হারে বুধবার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তা হল ৯৭.৩ শতাংশ। মঙ্গলবার সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ হয়েছিল।

সুস্থতার পরিসংখ্যানে উন্নতি হলেও সংক্রমণের হারে সামান্য হলেও অবনতি হয়েছে। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। বুধবার গোটা রাজ্যে ২১ হাজার ৮১২টি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে শতাংশের নিরিখে ‘পজিটিভিটি রেট’ সংক্রমণের হার ০.৯২। মঙ্গলবার তা ছিল ০.৯১।

কোভিড রোগীদের দৈনিক মৃত্যুর সংখ্যাও মঙ্গলবারের তুলনায় কমেছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার ৭ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ৩ জন মারা গিয়েছেন। কলকাতা এবং হুগলিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ১৯৫ জন কোভিড আক্রান্ত মারা গিয়েছেন।

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে বুধবার রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৫৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২১ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৮ হাজার ২০৩ জন। ফলে বুধবার ওই জেলায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৪।

বুধবার কলকাতায় নতুন করে ৫১ জনের মধ্যে সংক্রমণ দেখা গিয়েছে। এ শহরে মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৮২ জন। তার মধ্যে ১ লক্ষ ২৩ হাজার ৭৩২ জন সুস্থ হয়ে ওঠায় এই মুহূর্তে কলকাতায় ১ হাজার ১৭২ জন সক্রিয় রোগী রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement