Coronavirus in West Bengal

রাজ্যে এক দিনে সংক্রমিত ১ হাজার ৮৯৪, বাড়ল সংক্রমণের হার

এ দিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ২০:৫৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ধাপ ছুঁয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যাটা সেই মাইলস্টোনও টপকে গেল। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১ হাজার ৮৯৪ জনের। তার জেরে রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হার অর্থাৎ পজিটিভিটি রেটও গত কালকের থেকে কয়েক ধাপ বেড়ে হয়েছে ১৪.৩ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমণের সংখ্যাও আগের সমস্ত সংখ্যা পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার প্রথম সেই সংখ্যাটা এক ধাক্কায় ৫০০ ছাড়িয়েছিল। এ দিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৩ জন। এ দিন মৃত ২৬ জনের মধ্যে ১২ জনই কলকাতার বাসিন্দা।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

Advertisement

কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতেও করোনা সংক্রমণ নিয়েও উদ্বেগ বাড়ছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৪৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৬০, হাওড়ায় ১৮২, হুগলিতে ৮৩, পূর্ব মেদিনীপুরে ২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। উদ্বেগের ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ৮৯, মালদহে ৮৮, দার্জিলিঙে ৭৪ এবং জলপাইগুড়িতে ৩১ জন নতুন করে করোনার কবলে পড়েছেন।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত প্রায় ৩৫ হাজার, দেশে মৃত্যু ছাড়াল ২৫ হাজার

গত কাল রাজ্যে ‘পজিটিভিটি রেট’ বা দৈনিক সংক্রমণের হার ছিল ১২.৮ শতাংশ। এ দিন অবশ্য তা কয়েক ধাপ উপরে উঠে গিয়েছে। প্রতি দিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে প্রতি দিনের সংক্রমণের হার। রাজ্যে প্রথম করোনা রোগীর সন্ধান মিলেছিল ১৮ মার্চ। তার পর থেকে এই সংক্রমণের হারের দিকে নজর রাখলে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, মোট ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১ হাজার ৮৯৪ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৪.৩ শতাংশ।

আরও পড়ুন: মোবাইল থেকে দূরে সরতেই উচ্চমাধ্যমিকে ৪৯৯ নম্বর কলকাতার স্রোতশ্রীর

রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৮। এখন সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— লেখচিত্র ২ অর্থাত্ পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৮ মে-র তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ১২৮। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ১৪৮। তার আগের দু’দিন ছিল ১১৫ এবং ১০১। পরের দুদিনের সংখ্যা ছিল ১৩৬ এবং ১৪২। ১৬ থেকে ২০ মে, এই পাঁচ দিনের গড় হল ১২৮, যা ১৮ মে-র চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৯ মে-র চলন্ত গড় হল ১৭ থেকে ২১ মে-র দৈনিক আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement