ফাইল চিত্র।
রাজ্যের করোনায় নতুন আক্রান্তের সংখ্যা বাড়ল। ১ মে-র পর তা ৫০-এর কোঠা পার করেছে। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি। তবে ওই সময়ের মধ্যে কোভিড পরীক্ষার সংখ্যা কিছুটা নিম্নমুখী হয়েছে।
রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি মাসের প্রথম দিন তা ছিল ৫৩। তার পর থেকে ওই সংখ্যাটি ওঠানামা করলেও ৫০-এর কোঠা পার করেনি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান জানাচ্ছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০,১৮,৫৭৯। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪২৬। তার মধ্যে ৪১০ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। সেই সঙ্গে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮,১২৭টি কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। সেই সঙ্গে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৬৩ শতাংশ। এ ছাড়া, দৈনিক টিকাকরণের সংখ্যা ৯১,৮৭১।