শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হয়েছে ৪২৩।
রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৩-এ। শুক্রবার এই সংখ্যা ছিল ৩৮৫। তবে মৃতের সংখ্যা একই রয়েছে বলে জানিয়েছে রাজ্য।
শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হয়েছে ৪২৩। মৃতের সংখ্যা ১৮-ই রয়েছে। এখনও পর্যন্ত মোট ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
ওই বুলেটিন অনুযায়ী, করোনা মোকাবিলায় কোভিড-১৯ টেস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত ৯ হাজার ৮৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২০৭ জন। গৃহ পর্যবেক্ষণে ২৩ হাজার ৬১৮জন রয়েছেন।
আরও পড়ুন: অসহযোগিতার অভিযোগ, ফের রাজ্যকে জোড়া চিঠি কেন্দ্রীয় দলের
একই সঙ্গে কোভিড-১৯ টেস্টিং ল্যাবের অনুমতি পেয়েছে আরও একটি বেসরকারি সংস্থা— সুরক্ষা ডায়গনেস্টিক প্রাইভেট লিমিটেড। সংখ্যাটা বেড়ে হল ১৩। রাজ্যে এখনও কোভিড-১৯ হাসপাতাল ৬৬টি। কোয়রান্টিন সেন্টার রয়েছে ৫৪২টি। আরও বেশি সংখ্যক টেস্টের পাশাপাশি করোনা মোকাবিলায় স্পর্শকাতর এলাকাগুলিতে যাতে লকডাউন মানা হয়, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আজ থেকে নতুন কী কী খুলছে, কী কী এখনও বন্ধ, দেখে নিন