Coronavirus

রাজ্যে নতুন করোনা আক্রান্ত ১০ জন, মোট ১২০, জানাল স্বাস্থ্য ভবন

হাওড়ার লিলুয়ায় এক রোগীর দেহে করোনা ভাইরাস মিলেছে। চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের লালা রসের নমুনাও পজিটিভ পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৯:৪৮
Share:

রাজ্যে করোনা আক্রান্ত ছুঁল ১২০। ছবি: পিটিআই

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০ জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১২০ জন। সোমবার ওই সংখ্যা ছিল ১১০ জন। এ দিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, বাড়েনি মৃতের সংখ্যা।

Advertisement

সূত্রের খবর, হাওড়ার লিলুয়ায় এক রোগীর দেহে করোনা ভাইরাস মিলেছে। ঠিক তেমনই চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের লালা রসের নমুনাও পজিটিভ পাওয়া গিয়েছে। করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ অভিনেত্রীর বাবার লালা রসের নমুনাতেও। তবে নতুন এই ১০ জনের তালিকায় এঁরা আছেন কিনা, তা স্পষ্ট নয় সরকারি বুলেটিনে।

মেডিক্যাল কলেজে ৬২ বছরের করোনা পজিটিভ বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি, বেলেঘাটা আই ডি হাসপাতালেও মৃত্যু হয়েছে ৬৩ বছরের এক ব্যক্তির। তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন আর জি কর হাসপাতালে। বেলগাছিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১০ এপ্রিল বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন: বাড়ি ফিরতে চাই, বান্দ্রায় হাজারো পরিযায়ী শ্রমিকের বিক্ষোভে লাঠিচার্জ

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই দু’জনেই পুরনো জটিল রোগে ভুগছিলেন। সেই রোগ নিয়েই তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই রাজ্য সরকার নিযুক্ত চিকিৎসকদের কমিটি খতিয়ে দেখবে আদৌ করোনায় আক্রান্ত হয়েই ওই দু’জনের মৃত্যু হয়েছিল কি না?

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ১৪ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, রাজ্যের সাতটি পরীক্ষা কেন্দ্রে। এই বুলেটিন প্রকাশিত হওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৩৯ জন। এঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১ হাজার ৯৫৬ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এনআরএসের পুনরাবৃত্তি, করোনা আক্রান্তের মৃত্যুর জেরে বন্ধ মেডিসিন বিভাগ, কোয়রান্টিনে চিকিৎসক

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement