ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে করোনার টিকার প্রথম ডোজ় প্রাপকের সংখ্যা দু’কোটির ঘরে পৌঁছে গিয়েছে। আর এক সপ্তাহের মধ্যে রাজ্যে দু’টি ডোজ় প্রাপ্তের সংখ্যা দাঁড়াবে এক কোটি।
স্বাস্থ্য শিবির সূত্রের খবর, রাজ্যে টিকা পাবেন, এমন বাসিন্দার সংখ্যা সাত কোটি। শুক্রবার রাত পৌনে ৯টা পর্যন্ত কোউইন পোর্টাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ওই সাত কোটির মধ্যে দু’কোটি ৪৪ লক্ষ ৭২ হাজার ৫৮২ জন প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন। শতকরা হিসেবে সেটা দাঁড়াচ্ছে ৩৪.৯৬। আবার ওই প্রথম ডোজ় প্রাপকদের মধ্যে ৯৩ লক্ষ ৩৭ হাজার ৫৮৫ জন দ্বিতীয় ডোজ় পেয়েছেন। অর্থাৎ তাঁরা টিকার দু’টি ডোজ়ই পেয়েছেন। সেই হিসেব ধরে রাজ্যে এখনও বাকি থাকা দ্বিতীয় ডোজ় প্রাপকের সংখ্যা দাঁড়াচ্ছে এক কোটি ৫১ লক্ষ ৩৪ হাজার ৯৯৭ জন।
রাজ্যে স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘প্রথম ডোজ় টিকা প্রাপকদের মধ্যে শতাংশের হিসেবে দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি মানুষ দ্বিতীয় ডোজ় পেয়েছেন।’’ তিনি জানান, আর সাত লক্ষ মানুষ দ্বিতীয় ডোজ় পেয়ে গেলেই দু’টি ডোজ় প্রাপকের সংখ্যাও এক কোটির ঘরে পৌঁছে যাবে। অন্য দিকে, রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে দৈনিক প্রতিষেধক প্রাপকের সংখ্যা ফের চার লক্ষ ছাড়িয়েছে। এ দিন টিকা পেয়েছেন চার লক্ষ ২৬ হাজার ৯৭ জন। মোট ২৭৭৭টি কেন্দ্র (সরকারি ২৫০৯, বেসরকারি ২৬৮) থেকে ওই সব টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, জোগান যদি ঠিক থাকে, তা হলে দৈনিক চার লক্ষ টিকা প্রদানের পরিকাঠামো তৈরি আছে। সংখ্যাটা আরও বেশিও হতে পারে।
শনিবার রাজ্যে সাত লক্ষ ডোজ় কোভিশিল্ড আসার কথা।