Coronavirus in West Bengal

রেজিস্ট্রেশনে বাড়তি সময় চান অধ্যক্ষেরা

করোনা সংক্রমণ এড়ানোর জন্য স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের কাজ চলছে অনলাইনে। কাগজে-কলমে সেই প্রক্রিয়া শুরু হয় অক্টোবরের মাঝামাঝি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৩:৪১
Share:

প্রতীকী ছবি।

চলতি মাসের মধ্যে স্নাতক প্রথম বর্ষের পড়ুয়াদের রেজিস্ট্রেশন বা নথিভুক্তির প্রক্রিয়া শেষ করতে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু বিভিন্ন কলেজের তরফে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হোক। সুষ্ঠু ভাবে রেজিস্ট্রেশনের কাজ করতে হলে মাঝ-ডিসেম্বর পর্যন্ত সময় দরকার বলে জানান অনেক অধ্যক্ষ।

Advertisement

ডিসেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনার কথা জানিয়েছে রাজ্য। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে, ক্লাস শুরুর আগেই, ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন পর্ব শেষ করতে হবে। তার পরে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে বলা হয়েছে কলেজগুলিকে। কিন্তু কলেজের অধ্যক্ষদের একাংশের বক্তব্য, রেজিস্ট্রেশন পর্ব শুরুই হয়েছে ১৩ নভেম্বরের পরে। এই অবস্থায় ৩০ নভেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয়।

করোনা সংক্রমণ এড়ানোর জন্য স্নাতক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের কাজ চলছে অনলাইনে। কাগজে-কলমে সেই প্রক্রিয়া শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। প্রথমে অফলাইনে নথি যাচাইয়ের কথা বলা হয়েছিল। তার পরে, ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জারি করা নির্দেশিকায় বলা হয়, ছাত্রছাত্রীদের কলেজে হাজির হওয়ার দরকার নেই। তাঁরা ‘সেল্ফ অ্যাটেস্টেড’ বা স্ব-প্রত্যয়িত নথিপত্র স্ক্যান করে অনলাইনে জমা দেবেন এবং তাঁদের দেওয়া তথ্য অনলাইনেই যাচাই করতে হবে। ক্লাস শুরু হওয়ার পরে যদি দেখা যায় যে, কোনও ছাত্র বা ছাত্রীর নথি ভুল, তা হলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘‘ছাত্রছাত্রীরা ভর্তির সময় যে-সব নথি দিয়েছিল, তা দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। কারণ, বিশ্ববিদ্যালয় স্ব-প্রত্যয়িত তথ্য চেয়েছে। তা ছাড়া যারা ভর্তি হয়েছিল, তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে। তাই ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় পেলে রেজিস্ট্রেশনের কাজটি যথাযথ ভাবে করা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement