কোভিড হাসপাতালের দাবিতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর চিঠি। নিজস্ব চিত্র।
রাজ্য জুড়ে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছে পুরুলিয়াতেও। জেলা দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগের কথা জানিয়ে জেলার ৩ মহকুমা সদরে নতুন করোনা হাসপাতাল চালুর দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।
শুক্রবার এই দাবিতে জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তিনি। জেলা সদর পুরুলিয়ায় কোভিড আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্ত থাকলেও অন্য এলাকাগুলিতে তা নেই বলে জানিয়েছেন সাংসদ জ্যোতির্ময়। তাই ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর মহকুমায় ৯০টি করে শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল চালুর দাবি জানিয়ে পুরুলিয়ার জেলাশাসককে চিঠি দিয়েছেন তিনি।
তা ছাড়া জেলার একমাত্র কোভিড হাসপাতাল, পুরুলিয়া-২ ব্লকের হাতোয়াড়াতে অবস্থিত পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ ৯০টি শয্যাকে বাড়িয়ে ২০০টি করার আবেদনও জানিয়েছেন সাংসদ।