Coronavirus in West Bengal

পুরুলিয়ায় নয়া ৩টি করোনা হাসপাতাল চেয়ে জেলাশাসককে চিঠি সাংসদ জ্যোতির্ময়ের

তাই ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর মহকুমায় ৯০টি করে শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল চালুর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৮:০৮
Share:

কোভিড হাসপাতালের দাবিতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর চিঠি। নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ লেগেছে পুরুলিয়াতেও। জেলা দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগের কথা জানিয়ে জেলার ৩ মহকুমা সদরে নতুন করোনা হাসপাতাল চালুর দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।

Advertisement

শুক্রবার এই দাবিতে জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তিনি। জেলা সদর পুরুলিয়ায় কোভিড আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্ত থাকলেও অন্য এলাকাগুলিতে তা নেই বলে জানিয়েছেন সাংসদ জ্যোতির্ময়। তাই ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর মহকুমায় ৯০টি করে শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল চালুর দাবি জানিয়ে পুরুলিয়ার জেলাশাসককে চিঠি দিয়েছেন তিনি।

তা ছাড়া জেলার একমাত্র কোভিড হাসপাতাল, পুরুলিয়া-২ ব্লকের হাতোয়াড়াতে অবস্থিত পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ ৯০টি শয্যাকে বাড়িয়ে ২০০টি করার আবেদনও জানিয়েছেন সাংসদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement