School Reopening

Covid-19: বাড়ছে স্কুলছুটের সংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ফের মামলা কলকাতা হাই কোর্টে

স্কুল খোলার দাবিতে এ নিয়ে চারটি মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। সব মামলাগুলি একত্রিত করে শুক্রবার সকালে শুনানি শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৩:৩৩
Share:

প্রতীকী ছবি।

অতিমারি পরিস্থিতিতে রাজ্যে স্কুল খোলার দাবিতে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ দিন স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। স্কুল খুলে তাঁদের ফের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক সরকার।

করোনা আবহে ভার্চুয়াল ক্লাস হচ্ছে অনেক জায়গায়। কিন্তু অনলাইন মাধ্যম পড়াশোনার সঙ্গে মানাতে পারছেন না অনেক পড়ুয়াই। অভিযোগ, অনলাইন পরিকাঠামোর অভাবেই বেড়েছে স্কুলছুটের সংখ্যা। এই আবহে স্কুল খোলার দাবিতে এ নিয়ে চারটি মামলা দায়ের হল হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে রয়েছে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ।

Advertisement

বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সব মামলাগুলি একত্রিত করে শুক্রবার সকালে শুনানি শুরু হবে। প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘‘আমরা স্কুল খুলতেই চাই। রাজ্যের কোভিড পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং তাঁর নির্দেশ অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement