Coronavirus in West Bengal

দৈনিক আক্রান্তের চেয়ে বেশি দৈনিক সুস্থ, সুস্থতার হারে নতুন রেকর্ড

এ দিন সুস্থতার হার পৌঁছেছে  ৮৮.৭৩ শতাংশে। যা গতকালকের সর্বোচ্চ সীমা পেরিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ২১:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

করোনাকে হারিয়ে রাজ্যে এক দিনে সেরে ওঠা রোগীর সংখ্যা ফের ৪ হাজার টপকে গেল। এই নিয়ে পর পর ৫ দিন। সেই সঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যাও ফের এক বার দৈনিক সুস্থের সংখ্যার নীচে নামল। তবে এই পরিসংখ্যানেও স্বস্তি নেই। কারণ ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার এখনও ৯ শতাংশের উপরেই। তবে উদ্বেগ কমিয়েছে দৈনিক মৃতের সংখ্যা।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এ দিন রাজ্যে মোট ৪ হাজার ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অক্টোবর মাসের শেষ ধাপ থেকে এই প্রবণতা এ দিন পর্যন্ত দেখা গিয়েছে। গত কাল এখনও পর্যন্ত এক দিনে সবচেয়ে বেশি ৪ হাজার ৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বেশি সংখ্যক রোগী সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হারও বাড়তে শুরু করেছে। এ দিন সুস্থতার হার পৌঁছেছে ৮৮.৭৩ শতাংশে। যা গত কালের সর্বোচ্চ সীমা পেরিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে।

Advertisement

(গ্রাফের উপর হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে)

আরও পড়ুন: বহু দিন পর শুভেন্দুর মুখে ‘নেত্রী’, বার্তা কি কালীঘাটকে

আরও পড়ুন: বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, সঙ্গে ফিরছে মধ্যাহ্নভোজ রাজনীতি

প্রতি দিন যত কোভিড টেস্ট করা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই বলা হয় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের এ দিনের পরিসংখ্যান বলছে, সংক্রমণের হার ৯.০১ শতাংশ। তা গত কালের থেকে কম। কিন্তু দৈনিক সুস্থের সংখ্যা এবং সুস্থতার হার বাড়লেও সংক্রমণের হার ৯ শতাংশের উপরে থাকায় রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৭৬টি টেস্ট করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৩ হাজার ৯৮১টি।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ লক্ষ ৮৫ হাজার ৫৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে সুস্থ ৩ লক্ষ ৪২ হাজার ১৩৩ জন। ফলে এই মুহূর্তে রাজ্য জুড়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ৪৪৩।

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৭ হাজার ১৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৬ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৪ জন এবং কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছে। ৬ জন মারা গিয়েছেন হুগলিতে। হাওড়ায় ৫ জন প্রাণ হারিয়েছেন। নদিয়া এবং দুই মেদিনীপুরে ৩ জন করে মারা গিয়েছেন।

রাজ্যে প্রথম থেকেই সংক্রমণ জোরালো কামড় বসিয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায়। এ দিনের বুলেটিন অনুযায়ী, কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৮৭৭ এবং উত্তর ২৪ পরগনায় ৮৬২ জন। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ২৬৫, হাওড়ায় ২৩৫ এবং হুগলিতে ১৭২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ ছাড়াও শতাধিক সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে নদিয়া (১৭৭), পশ্চিম মেদিনীপুর (১৪৬), দার্জিলিং (১৩৮), পূর্ব মেদিনীপুর (১৩৭), জলপাইগুড়ি (১২৬), পশ্চিম বর্ধমান (১২৪) এবং বীরভূমে (১০১)।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement