Coronavirus in West Bengal

রাজ্যে করোনায় মৃত আরও ৮, তিন অঙ্কে কলকাতা

সার্বিক বিচারে এ দিন রাজ্যে নতুন করে ৮৭ জনের করোনা ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৭।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২০ ০২:১৭
Share:

ছবি এএফপি।

করোনাভাইরাসের জেরে প্রাণহানিতে ১০০ ছুঁল কলকাতা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর তাদের করোনা-বুলেটিনে জানিয়েছে, এ দিন সরাসরি করোনায় মৃত্যু হয়েছে আট জনের। তাঁদের মধ্যে ছ’জনই কলকাতার বাসিন্দা। এই নিয়ে মহানগরে মৃতের সংখ্যা ৯৪ থেকে বেড়ে হয়েছে ১০০। সারা রাজ্যে করোনা-কারণে মৃতের সংখ্যা ১৪৩। কো-মর্বিডিটিতে ৭২ জনের মৃত্যু ধরলে রাজ্যে মৃত করোনা পজ়িটিভ রোগীর সংখ্যা ২১৫।

Advertisement

সার্বিক বিচারে এ দিন রাজ্যে নতুন করে ৮৭ জনের করোনা ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭৭। অ্যাক্টিভ করোনা ১৩৯৪টি। ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন। এ দিনের শেষে রাজ্যে সুস্থতার হার হল ৩২.৩১ শতাংশ।

পরিসংখ্যানের এই বৃত্তে কলকাতা অবশ্য আছে কলকাতাতেই। মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্তের তালিকারও শীর্ষে রয়েছে মহানগরী। ৮৭ জন নতুন আক্রান্তের মধ্যে ৩১ জন কলকাতার বাসিন্দা। আবার ২৫ জনের করোনা ধরা পড়েছে হাওড়ায়। এ ছাড়াও উত্তর ২৪ পরগনার ১৬, দক্ষিণ ২৪ পরগনার পাঁচ, পশ্চিম বর্ধমানের তিন, নদিয়ার দুই, পূর্ব মেদিনীপুরের দুই, পূর্ব বর্ধমান ও হুগলির এক জন করে দু’জন বাসিন্দা আছেন নতুন আক্রান্তের তালিকায়। এক আক্রান্ত ভিন্‌ রাজ্যের বাসিন্দা।

Advertisement

আরও পড়ুন: এক দিনে পাঁচ হাজার নমুনা পরীক্ষায় হ্যাটট্রিক করল স্বাস্থ্য দফতর

কলকাতার সংক্রমিতদের মধ্যে এ দিনের উল্লেখযোগ্য ঘটনা হল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে এক জন নার্স এবং দু’জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। কলকাতার করোনা-ছবির উপরে নজর রয়েছে কেন্দ্রেরও। কলকাতায় মৃত্যু এবং আক্রান্তের হার কেন বেশি, সেই বিষয়ে এ রাজ্যে আসা কেন্দ্রীয় দলের সদস্য-চিকিৎসক অপরাজিতা দাশগুপ্ত এবং অন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক লীনা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক ভিডিয়ো-বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক পদস্থ কর্তা কিছু নির্দেশ দিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ রেখেই বিধি শিথিলের পক্ষে নবান্ন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement