প্রতীকী ছবি।
শেষ মুহূর্তে মুম্বই থেকে কলকাতায় আসা অন্তত ৫০ জন ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন) অফিসারকে নিভৃতবাসে পাঠাল রাজ্য। ওই সংস্থার প্রস্তাব ছিল, অফিসারেরা কলকাতায় নেমে নিজেদের গৃহবন্দি করে রাখবেন। কিন্তু রাজ্য সরকার তাতে রাজি হয়নি।
বিমানবন্দর সূত্রের খবর, তিন দিন আগে থেকেই ঠিক ছিল, মুম্বই থেকে ৬৮ জন ওএনজিসি অফিসারকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় নামবে। তাঁদের মধ্যে ১৮ জন রাতটা কলকাতায় কাটিয়ে শুক্রবার ভোরে ওড়িশা, ঝাড়খণ্ডের বাড়িতে চলে যাবেন। বাকিরা কলকাতায় নিজেদের বাড়িতে ১৪ দিন বন্দি থাকবেন। কিন্তু রাজ্য আপত্তি তুলে জানিয়েছে, পড়শি রাজ্যের অফিসারদের রাতে কলকাতায় রাখা যাবে না। তাঁদের রাতেই রওনা করিয়ে দিতে হবে। কলকাতার অফিসারদের রাজ্যের নির্দিষ্ট নিভৃতবাসে থাকতে হবে।
এ দিন বিমানটি সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতায় নামে। অফিসারদের সোজা নিভৃতবাসে নিয়ে যাওয়া হয়। ওই বিমানেই কলকাতা থেকে ৮০ জন ওএনজিসি অফিসার মুম্বই যান।