Coronavirus in West Bengal

উচ্চ মাধ্যমিক হবে নির্ধারিত সূচি মেনেই নিজ নিজ স্কুলে, বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিলের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বোঝা কমানোর কথাও বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২০:৪৪
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে করোনা পরিস্থিতিতে চলতি বছরের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা করেছেন সভাপতি মহুয়া দাস। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিনা পরীক্ষাতেই একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিত উত্তীর্ণ করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সূচি মেনেই এবং নিজ নিজ স্কুলে।

একাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বোঝা কমানোর কথাও বলেছে সংসদ। সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণির প্রথম ৩ মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করা হলেও চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথারীতিই হবে।

Advertisement

তবে স্কুল-কলেজের বদলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বসেই সেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। যদিও ঘোষিত এবং নির্ধারিত পরীক্ষা সূচির বদলে তা পরিবর্তিত সময় সারণি অনুসারে হবে। সংসদ জানিয়েছে, সকাল ১০টা থেকে সওয়া ১টার বদলে পরীক্ষা হবে ১২টা থেকে সওয়া ৩টে পর্যন্ত।

অতিমারির আবহে প্রতিদিনই পরিস্থিতিতে পরিবর্তন হচ্ছে। কেন্দ্র তথা রাজ্য প্রশাসনের মতো গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সংসদও। সংসদ জানিয়েছে, প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement