সারা রাজ্যে নতুন করোনা পজ়িটিভ ৪৫৪। তার মধ্যে শুধু কলকাতারই ১৫৮। ছবি: পিটিআই।
এক দিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়ল কলকাতা। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, সারা রাজ্যে নতুন করোনা পজ়িটিভ ৪৫৪। তার মধ্যে শুধু কলকাতারই ১৫৮। ২৪ ঘণ্টায় আক্রান্তের মাপকাঠিতে এই পরিসংখ্যানই এখনও পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ।
এ দিনের পরে রাজ্যে মোট করোনা-আক্রান্তের সংখ্যা হল ১০,৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হওয়ায় বঙ্গে করোনা রোগীর মোট মৃত্যুর সংখ্যা ৪৬৩। মহানগরের এ দিনের পরিসংখ্যানে উল্লেখযোগ্য ঘটনা, কলকাতা মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন কলকাতা পুলিশের এক ট্র্যাফিক সার্জেন্টের মৃত্যু। গত ৪ জুন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালিসিস করানোর সময়ে শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের ওই কনস্টেবলের করোনা পজ়িটিভ ধরা পড়ে। দিন তিনেক পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এ দিন মারা যান তিনি।
পরপর ছ’জন নার্স-সহ আট জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় নতুন রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বাগবাজারের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ম্যানেজার দিগ্বিজয় নায়েক জানান, আক্রান্তদের কারও কোনও উপসর্গ ছিল না। সম্প্রতি হাসপাতালের স্বাস্থ্যকর্মী-সহ সকল কর্মীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই মাধ্যমে ছ’জন নার্স, এক জন গ্রুপ-ডি এবং এক জন কর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। রোগী ভর্তি বন্ধ থাকলেও ডায়ালিসিস পরিষেবা চালু রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ দিন ৩৮ জন পুলিশকর্মীকে সুস্থ করে বাড়ি পাঠান কেপিসি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উদ্বিগ্ন মোদী বৈঠকে, দেশে ১১ হাজার আক্রান্ত বাড়ল এক দিনে
আরও পড়ুন: উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই ভারত ও চিনের মন্ত্রীরা বসছেন, উদ্যোগী মস্কো