—ফাইল চিত্র।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলঘরিয়ার এক প্রৌঢ়। স্থানীয় একটি নার্সিংহোমে গত ২৩ মার্চ তাঁকে ভর্তি করানো হয়। উপসর্গ দেখে তাঁর লালরসের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সেই রিপোর্টেই প্রৌঢ়ের কোভিড-১৯ পজিটিভ এসেছে। ওই প্রৌঢ়কে ইতিমধ্যেই বেসরকারি নার্সিংহোম থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার গভীর রাতে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন যে মহিলার মৃত্যু হয়েছে, তিনিও করোনায় আক্রান্ত ছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এই দু’জনকে নিয়ে রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ রাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়ার ওই প্রৌঢ় এলাকায় একটি ফাস্ট ফুডের দোকান চালান। কোনও ভাবে ক্রেতাদের থেকে তিনি আক্রান্ত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া, তিনি ভিন্রাজ্যে অথবা বিদেশফেরত কারও সংস্পর্শে এসেছিলেন কি না, দেখা হচ্ছে তা-ও।
আরও পড়ুন: নিজামউদ্দিনে সেই জমায়েতে ছিলেন এ রাজ্যেরও বহু মানুষ, চলছে খোঁজ
হাসপাতাল সূত্রে খবর, ৩০ মার্চ তাঁর লালারসের নমুনা পাঠানো হয়েছিল। এ দিন সেই রিপোর্ট এসে পৌছয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভি গিয়েছে। ওই হাসপাতালের যে চিকিৎসকেরা তাঁকে দেখেছিলেন এবং যে নার্স তাঁর দেখাশোনায় ছিলেন, প্রত্যেককেই গৃহ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ফের এক বার তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: দু’মাস সতর্ক থাকুন: মমতা
ওই প্রৌঢ় ডায়াবিটিস এবং কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই সংক্রান্ত চিকিৎসা চলছিল ওই নার্সিংহোমে। সেই সঙ্গে তাঁর জ্বরও ছিল। উপসর্গ দেখে, নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁর লালারসের নমুনা পাঠায় নাইসেডে। পরীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)