রাজ্যের করোনা চিত্র
রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও সামান্য বাড়ল তার হার। স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার তার আগের ২৪ ঘণ্টায় ছিল ১.৬৫ শতাংশ, সেটা গত ২৪ ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১.৭১ শতাংশ। কারণ, গত ২৪ ঘণ্টার তুলনায় করোনা পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে, ৪১ হাজার ৪৮।
গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ধরলে, রাজ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৪৬ হাজার ৮৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৮ জন। ফলে রাজ্যে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লক্ষ ১৯ হাজার ৩৭২। গত দিনের তুলনায় শেষ ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যা। ৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ হাজার ৪১৭ করোনায় মারা গিয়েছেন।
জেলাভিত্তিক করোনা সংক্রমণের হিসাবে এখনও শীর্ষে রয়েছে কলকাতায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, ওই জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তরের জেলাগুলির মধ্যে এখনও সর্বোচ্চ সংক্রমিত জেলা দার্জিলিং। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৫২ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া হুগলিতে ৫১, নদিয়ায় ৪৯ ও দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন আক্রান্ত হয়েছেন।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৫ লক্ষ ৬৫ হাজার ৩১৯ জন। গত বেশ কয়েক দিনের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই বেশি। শনিবারের পর রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ ৩১ হাজার ৮৮৮।