coronavirus

Covid 19: রাজ্যে করোনা পরীক্ষা কমল, নতুন আক্রান্তের সংখ্যাও কমে ৫০৫, কলকাতায় আক্রান্ত ১০৫

বেড়ে গিয়েছে সংক্রমণের হার। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৬২ শতাংশ, তা বেড়ে হয়েছে ২.৬৮ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ২২:১১
Share:

রাজ্যের করোনা চিত্র

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ এসে দাঁড়িয়েছে ৫০৫-এ। পাশাপাশি কমেছে করোনার দৈনিক পরীক্ষাও। শেষ ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৩৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। স্বাভাবিক হিসাবে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৬২ শতাংশ, তা বেড়ে হয়েছে ২.৬৮ শতাংশ।

সোমবারের পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন। করোনায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৫।

জেলা ভিত্তিক সংক্রমণের হিসাবে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৫। এই দুই জেলার সঙ্গে বাকি জেলাগুলির পরিসংখ্যানের সঙ্গে ফারাক অনেকটাই। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হুগলি (৩৬), তার পর দক্ষিণ ২৪ পরগনা (৩৪) ও দার্জিলিং (২৮)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন মোট এক লক্ষ ৯০ হাজার ২১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা চার কোটি ৩৩ লক্ষ ৯৫ হাজার ১৮৭ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement