Lockdwn

আজ-কাল রাজ্য জুড়ে লকডাউন, এই পর্বে প্রথম পর পর দু’দিন

আগের দিনগুলির মতো এ বারেও নিয়ম না মেনে অকারণে বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ -প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৪:৩১
Share:

ফাইল চিত্র।

সাপ্তাহিক লকডাউন পর্বে এই প্রথম পর পর দু’দিন লকডাউনের মুখে রাজ্য। আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হবে। এর আগে পর পর দু’দিন লকডাউনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। আগামী সপ্তাহেও ২৮ তারিখের লকডাউন বাতিল হওয়ায় পর পর দু’দিন জনজীবন স্থগিত থাকছে না।

Advertisement

এ পর্যন্ত এক দিনের লকডাউনগুলি মোটের উপরে সফল হলেও আমজনতাকে টানা দু’দিন ঘরবন্দি করে রাখা যাবে কি না, তা নিয়ে উদ্বেগে সরকার। আগের দিনগুলির মতো এ বারেও নিয়ম না মেনে অকারণে বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ -প্রশাসন।

পরপর দু’দিনের লকডাউনের আগে বুধবার বিভিন্ন দোকান-বাজারে প্রচুর ভিড় নজরে এসেছে। কলকাতার রাস্তায় এ দিন গাড়ির সংখ্যাও ছিল তুলনামূলক ভাবে বেশি। উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যানজটও হয়েছে। মাস্ক ব্যবহার না-করায় কলকাতায় পুলিশের শাস্তির মুখে পড়েছেন অনেকে।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে করোনা সংক্রমণের হারে বাড়ছে উদ্বেগ, স্বস্তি সুস্থতায়

প্রশাসন সূত্রের খবর, আগের সাপ্তাহিক লকডাউনের দিনগুলিতে যেমন বন্দোবস্ত ছিল আজ ও কাল তেমনই থাকবে। বিভিন্ন দোকান, বাজার বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে নজরদারিও। কলকাতার যে সব এলাকাগুলিতে আগের লকডাউনের দিনে নিয়ম ভাঙার ঘটনা বেশি ঘটেছে, সেখানে অতিরিক্ত নজর রাখতে বলা হয়েছে। প্রতিটি কমিশনারেট এবং জেলা পুলিশকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যে জেলা এবং যে এলাকাগুলিতে বেশি সংখ্যক কোভিড-রোগী রয়েছেন সেখানে বেশি কড়াকড়ি থাকবেই। তবে সার্বিক ভাবে জরুরি পরিষেবা, স্বাস্থ্য পরিষেবায় ছাড় দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement