TMC

বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে তৃণমূলের পতাকা, মমতার রোডশোর আগেই বিতর্ক

বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তা-সহ বিভিন্ন এলাকায় মুড়ে দেওয়া হয়েছে ঘাসফুলের পতাকায়। তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১২:২৮
Share:

বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে এমনই পতাকা লাগানোয় শুরু হয়েছে বিতর্ক।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগেই বিতর্ক। বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে লাগানো হল তৃণমূলের দলীয় পতাকা। বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তা-সহ বিভিন্ন এলাকায় মুড়ে দেওয়া হয়েছে ঘাসফুলের পতাকায়।

Advertisement

মঙ্গলবার সকালে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহের সামনে এবং সংলগ্ন রাস্তায় টাঙানো হয়েছে প্রচুর দলীয় পতাকা। এ ছাড়া ক্যাম্পাস লাগোয়া লজ রোডেও রয়েছে ঘাসফুলের প্রতীক। স্বাভাবিক ভাবেই বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে এমন রাজনৈতিক দলের পতাকা টাঙানোয় শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি অমিত শাহ-র র‍্যালির আগেও প্রায় একই ভাবে বিতর্কে জড়িয়েছিল বিজেপি। বিশ্বভারতীর গেটের মুখে দেওয়া হয়েছিল অমিত শাহ ও অনুপম হাজরার ছবি দেওয়া পোস্টার৷ পোস্টারেও অমিত শাহের নীচে কবিগুরুর ছবি দেওয়ায় অবমাননার অভিযোগ উঠেছিল।

Advertisement

এর পর কয়েকদিন আগেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছিলেন, প্রয়োজনে বিশ্বভারতীর ভিতরে ঢুকে দলীয় পতকা লাগিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর রোড শোয়ের আগে মঙ্গলবার সেই ছবিই ধরা পড়ল ক্যাম্পাসের অন্দরে।

আরও পড়ুন: তাঁর মতোই লক্ষ্য অমর্ত্য সেন, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বিশ্বভারতীর সঙ্গে কি টক্কর নতুন পড়শি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের

অন্য দিকে, বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহও তৈরি হয়েছে। চলছে তৃণমূল বিজেপি চাপান-উতর। তার মধ্যেই ক্যাম্পাসের অন্দরে তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শিক্ষা মহলের একাংশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement