নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় বিজেপির রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক জটিল হল। বিধানসভা ভোটের সময় দিলীপবাবু হলফনামায় জানিয়েছিলেন, ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা করেছেন। বিতর্ক শুরু হয়। কারণ, ওই নামে কোনও কলেজ ঝাড়গ্রামে নেই। দিলীপবাবু বলেন, ঝাড়গ্রামের সেবায়তনে যে পলিটেকনিক কলেজ রয়েছে, তিনি সেটার কথাই বোঝাতে চেয়েছিলেন। তথ্যের অধিকার আইনে দিলীপবাবুর শিক্ষাগত যোগ্যতার তথ্য চান বিজেপি থেকে বহিষ্কৃত নেতা অশোক সরকার। সেবায়তনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিকের অধ্যক্ষ চিঠি দিয়ে তাঁকে জানান, ১৯৭৫ থেকে ১৯৯০-এর মধ্যে সেখান থেকে দিলীপবাবু কোনও ডিপ্লোমা পাশ করেননি।