Indian Secular Front

ISF: সংবিধানকে পাঠ্যসূচিতে রাখার দাবি আইএসএফের

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মতো কিছু জায়গায় তাতে হামলার অভিযোগ করেছে আইএসএফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ০৬:৫৫
Share:

আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকী। —নিজস্ব চিত্র।

সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিকে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ফের সামনে আনল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভায় আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য, ‘‘সংবিধানকে সঠিক ভাবে জানলে মানুষ তাঁর অধিকার, কর্তব্যের বিষয়ে আরও ওয়াকিবহাল হবেন। তাই সংবিধানকে পাঠ্যসূচির আওতায় আনা উচিত বলে আমরা মনে করি।’’ জল, জঙ্গল, জমি ও জনজাতির অধিকার আদায়ের দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে আইএসএফ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির, রক্তদান, মাস্ক বিতরণের যে সব কর্মসূচি নেওয়া হয়েছিল, মুর্শিদাবাদের হরিহরপাড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মতো কিছু জায়গায় তাতে হামলার অভিযোগ করেছে আইএসএফ। তাদের অভিযোগের তির শাসক দলের দিকে। যদিও শাসক দল দায় অস্বীকার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement