Congress

ত্রাণে কংগ্রেস

দুর্গত মানুষের কাছে ত্রিপল, টর্চ, শুকনো খাবার, বেবি ফুড ও পানীয় জল পৌঁছে দিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৫:০২
Share:

আমফান দুর্গত এলাকায় কংগ্রেস কর্মীরা।—নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝড় ‘আমপান’-এ বিধ্বস্ত উত্তর ২৪ পরগনার ঘুনি-পাটুলি এলাকা ও ভেড়িপাড়ায় ত্রাণ পৌঁছে দিলেন কংগ্রেস কর্মীরা। দুর্গত মানুষের কাছে ত্রিপল, টর্চ, শুকনো খাবার, বেবি ফুড ও পানীয় জল পৌঁছে দিয়েছেন তাঁরা। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মানস সরকার, প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অশোক ভট্টাচার্য, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ, দক্ষিণ কলকাতা জেলা যুব কংগ্রেস সভাপতি জয়দীপ দত্ত প্রমুখকে নিয়ে ওই দলটি গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেস (গ্রামীণ) সভাপতি রবিউল মোল্লার তত্ত্বাবধানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement