SSC recruitment scam

দিল্লিতে প্রতিবাদ চায় কংগ্রেস

রবিবার ময়দানে গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি-প্রার্থীদের অবস্থানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতারা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ০৬:০৫
Share:

চাকরি-প্রার্থীদের অবস্থানে কংগ্রেসের প্রতিনিধিরা। নিজস্ব চিত্র।

চাকরি-প্রার্থীদের আন্দোলনকে এ বার দিল্লিতেও নিয়ে যাওয়ার কথা বলল কংগ্রেস। ময়দানে গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চাকরি-প্রার্থীদের অবস্থানে রবিবার গিয়েছিলেন যুব কংগ্রেসের অন্যতম জাতীয় সম্পাদক কুমার রোহিত, সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। রোহিত বলেন, নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এবং ন্যায্য চাকরির দাবিতে যে আন্দোলন বাংলায় চলছে, সারা দেশের মানুষের তা জানা দরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এআইসিসি-র পর্যবেক্ষক চেল্লা কুমার, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বি ভি-র সঙ্গে আলোচনা করে দিল্লিতে যন্তর মন্তরের মতো কোথাও প্রতিবাদের পরিকল্পনা হবে। আশুতোষের বক্তব্য, ‘‘বাংলায় হবু শিক্ষকদের সঙ্গে যে বঞ্চনা হয়েছে, তার প্রতিকার চাই। গোটা ভারতবর্ষেরও বিষয়টা জানা উচিত। পরবর্তী প্রজন্মকে যেন আর এই হেনস্থার শিকার হতে না হয়।’’ তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, সমস্যার সমাধান করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement