অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।
দেশের জন্য জওহরলাল নেহরু বা ইন্দিরা গাঁধীদের অবদান স্বীকার বা তাঁদের স্মরণ, কিছুই করতে চাইছে না নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু এ ভাবে ইতিহাস বদলানো যায় না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার ১০৩তম জন্মদিন পালনের অনুষ্ঠানে এই সুরেই বিজেপি জমানাকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিধান ভবনে মঙ্গলবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, দেবব্রত বসু, কৃষ্ণা দেবনাথেরা। গরিব মানুষের উন্নতির জন্য ইন্দিরার প্রয়াসকে স্মরণ করে মাদার টেরিজা কী বলেছিলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার নীতির প্রেক্ষিতে সে কথা মনে করিয়ে দেন দেবব্রতবাবু।